শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে রবিবার ঢাকায় আসছে এনআইএ টিম

বিষেরবাঁশী ডেস্ক: হলি আর্টিজানে জঙ্গি হামলায় গ্রেনেড সরবরাহকারী নব্য জেএমবি’র সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে জিজ্ঞাসাবাদ করতে আগামীকাল রবিবার ঢাকায় যাচ্ছে ভারতের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) গোয়ন্দারা। এনআইএ’র আইজি সঞ্জীব সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের টিম যাচ্ছে।

২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের খাগড়াগড়ে বাংলাদেশের জেএমবি’র ঘাঁটিতে বোমা বিস্ফোরণে মোস্ট ওয়ানটেড নাসিরউল্লাহ ওরফে হাতকাটা নাসিরুল্লাহ। ঢাকার গোয়েন্দাদের কাছে এই নাসিরুল্লাহ হাতকাটা সোহেল মাহফুজ নামে পরিচিত। গত ৬ জুলাই বাংলাদেশে উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত হাতকাটা সোহেল মাহফুজই এই নাসিরউল্লাহ।

আগামীকাল কলকাতা থেকে এনআইএ’র টিমটি ঢাকায় আসবে। তবে এনআইএ’র এক কর্মকর্তা বলেন, নাসিরউল্লাহকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতির কাজ চলছে। এটি শেষ হলেই আমরা ঢাকায় যাব। সে ক্ষেত্রে রবিবার না হয়ে সোমবারও ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের কাছে নাসিরউল্লাহকে কলকাতা এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানানো হবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.