বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের টিভি-বেতারে আজান সম্প্রচার হবে ‍শুক্রবার

বিষেরবাঁশী ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার জুমার নামাজের সময় আল নুর মসজিদে বর্বরোচিত হামলার শিকার হন মুসল্লিরা।

ওই হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা এবং মুসলিম সম্প্রদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার।

আগামী শুক্রবার নিউজিল্যান্ডের সরকারি টেলিভিশন (টিভিএনজেড) ও বেতারে (আরএনজেড) আজান সম্প্রচার করা হবে। বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলায় নিহতদের স্মরণে আগামী শুক্রবার দুই মিনিটের নীরবতাও পালন করা হবে।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি করে এক সন্ত্রাসী। ওই হামলায় এ পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ট্যারেন্ট একাই ওই দুই মসজিদে হামলা চালায়।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.