শুক্রবার ১৩ বৈশাখ, ১৪৩১ ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার

আগে এক তরুণীকে চাপা দিয়ে পালানোর সময় সেই চালক ফের চাপা দেয় আবরারকে

বিষেরবাঁশী ডেস্ক: রাজধানীর বসুন্ধরায় প্রগতি সরণিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোড়ন। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে আরো এক নতুন তথ্য দিলো সেই চালক। আবরারের আগে আরেক তরুণীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের চালক সিরাজুল ইসলাম।

এদিকে আবরারের বাবার করা মামলায় ঘাতক চালক সিরাজুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন আবরার। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভারী যান চালানোর লাইসেন্সও ছিল না তার। ছবি: সংগৃহীত

এ ঘটনার আগে সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামে এক তরুণীকে সাহজাদপুরের বাঁশতলা এলাকায় চাপা দেয় সিরাজুল। ওই তরুণীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পরবর্তী দুর্ঘটনা ঘটে। মুক্তা বর্তমানে চিকিৎসাধীন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.