শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

শেষ বলে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়ার সামনে মাত্র ১২৭ রানের লক্ষ্য। ১২০ বলের ম্যাচে ১২০তম বলেই চূড়ান্ত হলো ম্যাচের ফল। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আবারও প্রমাণ করল ভারত-অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।

ভারতের দেয়া ১২৬ রান নিতেও যে অজিদের শেষ বল পর্যন্ত খেলতে হবে সেটা হয়তো খুব বেশি মানুষ ভাবেওনি।

ভিসাখাপাতনাম স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকদের।

ব্যাটিংয়ে নেমে ওপেনার রোহিত শর্মা ফেরেন মাত্র ৫ রান করে। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের বদলি খেলোয়াড় লোকেশ রাহুল নিজেকে প্রমাণ করেছেন ৩৬ বলে ৫০ রান করে। বিরাট কোহলি ২৪ রানে কাঁটা পড়েন অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দিয়ে।

দলের বিপর্যয়ে মহেন্দ্র সিং ধোনিও আজ উত্তাপ হীন ব্যাটিং করেছেন। ৩৭ বলে ২৪ রানেই অপরাজিত থেকে গেছেন। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

২০ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ ১২৬। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন কোলটার নিল, ১টি করে উইকেট নেন বেহরেনড্রপ, জাম্পা ও অর্চি শর্ট।

ভারতের দেয়া ছোট লক্ষ্য তাড়া করতেই যেন হাঁসফাঁস অবস্থা অজিদের। শুরু থেকেই উইকেট দিয়েছেন নিয়মিত বিরতিতে।

ওপেনার অর্চি শর্টের ৩৭ বলে ৩৭ করে ফেরার পর মার্ক স্টয়নিস ১ আর অ্যারন ফিঞ্চ ফেরেন শূন্য রানে।

এরপর গ্লেন ম্যাক্সওয়েলের ৪৩ বলে ৫৬ রান করে আশা জাগিয়ে সাজঘরে ফেরার পর ১৬.২ ওভারে দলীয় ১০২ রানে ছিল না ৫ উইকেট।

শেষ চার ওভারে অজিদের লাগে ২৫ রান। এই কয়টা রান নিতেই অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা কোণঠাসা হয়ে পড়েন জাসপ্রিত ভুমরাহ’র কাছে।

উমেশ যাদবের করা ইনিংসের শেষ ওভারে সফরকারীদের লাগে ১৪ রান।

ওভারের প্রথম বলে পেট কামিন্স ১ রান নিয়ে স্ট্রাইকে দেন রিচার্ডসনকে। পরের বলে চার। তৃতীয় বলে ২ রান নিয়ে চতুর্থ বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করে স্ট্রাইক দেন কামিন্সকে।

শেষ দুই বলে যখন ৬ রান লাগে, কামিন্সের ব্যাটে বাউন্ডারি আসে পঞ্চম বলে।

শেষ বলে ২ রান নিয়ে হাফ ছেড়ে বাঁচল অস্ট্রেলিয়া!

ভারতের হয়ে ৩ উইকেট নেন জাসপ্রিত ভুমরাহ। ১টি করে উইকেট নেন যুবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.