- প্রযুক্তি ডেস্ক
এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় এ সংস্থাটি। আর এই নতুন ফিচারের মাধ্যমে ভুল ম্যাসেজ পাঠিয়ে ফেললেও সেটি সহজেই বদলে ফেলা যাবে।
নতুন এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘রিকল’।
রিপোর্ট অনুযায়ী উইন্ডোজ ফোনে ভিটা ভার্সনে মিলছে ফিচারটি। হোয়াটসঅ্যাপের 2.17.30 ভার্সনে বা আপডেটেড ভার্সনেও মিলবে এই ফিচারটি।
টেক্সট ম্যাসেজ, ভিডিও, পিকচারের ক্ষেত্রে মিলবে এ ফিচারটি। ফিচারটি যুক্ত হলে ম্যাসেজ পাঠানোর পর তাতে টাচ করে এডিট করা যাবে। কিন্তু ম্যাসেজটি সিন হওয়ার আগেই কেবল এডিট করা যাবে।
বি.বা/ডেস্ক/ক্যানি