শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

বৃষ্টিতে ইজতেমায় দুর্ভোগ

বিষেরবাঁশী ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এতে নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে কেউ পলিথিন মুড়িয়ে বসে আছেন, আবার কেউ রান্নার আয়োজন করছেন। আগত মুসল্লিরা এই বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত মাঠেই থাকবেন। যদিও বৃষ্টিতে জবুথবু হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭টার দিকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দেশ-বিদেশের সাদপন্থী মুসল্লিরা। বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চড়ে তারা আসছেন। ৮৪টি খিত্তায় বিভক্ত হয়ে মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।

এবার স্বল্প সময়ের প্রস্তুতিতে মাঠের অনেক স্থানে বালি ফেলা সম্ভব হয়নি। ফলে ময়দানের চারপাশেও বৃষ্টির পানিতে কাদা জমে গেছে। এছাড়া দ্রুত সময়ে প্রস্তুতি নেওয়ায় অনেক স্থানে ত্রিপাল বা পলিথিনও টানানো সম্ভব হয়নি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.