শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

দুর্নীতির অভিযোগে ভারতীয় সামরিক কর্মকর্তাদের রেশন সুবিধা বন্ধ

  • অনলাইন ডেস্ক

সপ্তম পে কমিশনে ভারতের শান্তিপূর্ণ এলাকাসমূহে কর্মরত সামরিক কর্মকর্তাদের রেশন সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে পাওয়া রেশনের বদলে বেতনের সঙ্গে তারা প্রতিদিন ৯৬ রুপি করে পাবেন।

তবে ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সামরিক বাহিনীর মধ্যে রেশন নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগে তিন বাহিনীর প্রধানদের সুপারিশের ভিত্তিতে সরকার ব্রিটিশ আমলের রেশন বণ্টন ব্যবস্থা ফিরিয়ে এনেছে।

তবে অনেক সেনা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, বন্ধ করা রেশনের পরিমান খুব বেশি ছিল না। এছাড়া এখন খোলা বাজার থেকে খাবার সামগ্রী কিনতে তাদের অতিরিক্ত ভ্যাট দিতে হবে।

নতুন আইনের আগে শান্তিপূর্ণ এলাকায় কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিনামূল্যে রেশন হিসেবে খাদ্যদ্রব্য, মাংস, ফল, সবজি, মুদিখানার সামগ্রীসহ তাদের (এএসসি) জন্য রান্না সামগ্রীও সরবরাহ করা হতো।

কিন্তু বেশ কয়েকজন এএসসি মুখপাত্রকে গ্রেপ্তারের পর দুর্নীতির বিষয় বেরিয়ে আসায় মহা হিসাব নিরীক্ষক (সিএজি) রেশন ক্রয় এবং সরবরাহে ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন।

 

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.