বৃহস্পতিবার ৫ বৈশাখ, ১৪৩১ ১৮ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ইউনুস আলী নির্বাচিত

অনলাইন ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। তার নিকটতম জাপা (এরশাদ) প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী লাঙল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।

রবিবার সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, ভোট চলাকালে দুপুর ২টার দিকে ভোটের অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) মনোনীত মশাল প্রতীক প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জন করেছেন।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল অনুযায়ী রবিবার ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

 

 

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.