শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

ফ্লোরিডায় ব্যাংকে হামলা, নিহত ৫

বিষেরবাঁশী ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ব্যাংকে বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবরিং পুলিশ প্রধান কার্ল হগলুন্দ। তিনি জানান, সানট্রাস্ট নামে ওই ব্যাংকে বন্দুকধারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। ২১ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাপেন জেভার। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তবে হামলার মোটিভ জানা যায়নি।

হামলার ঘটনায় নিহতরা ব্যাংকটির কর্মকর্তা নাকি তাদের গ্রাহক, সে বিষয়ে প্রাথমিক নিশ্চিত তথ্য জানাতে পারেননি তারা। রাজ্যের গর্ভনর রন ডি স্যান্তিস এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দিনটি সাবরিংসের জন্য অত্যন্ত বেদনার বলে মন্তব্য করেছেন।

বেলা সাড়ে ১২টার পর গুলির ঘটনার খবর জানিয়ে পুলিশের কাছে ফোন কল আসে। দ্রুতই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। হামলাকারী ব্যাংকটিতে ‘জিম্মিদশা’র সৃষ্টি করে বলেও জানায় পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রাখলে হামলাকারী এক পর্যায়ে আত্মসমর্পণে বাধ্য হন।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.