শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

পাকিস্তানে ট্রাকের ধাক্কায় বাসে বিস্ফোরণ, নিহত ২৬

 

অনলাইন ডেস্ক: পাকিস্তানে তেলবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস বিস্ফোরণের পর আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, চালকসহ বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি করাচি থেকে বেলুচিস্তানের শহরীয় অঞ্চল পানজগুর যাচ্ছিল। উদ্ধারকারীরা জানান, মরদেহগুলোর পরিচয় নিশ্চিতে করাচির মর্গের পাঠানো হয়েছে।

উদ্ধারকারীদের প্রধান সাদ ইদি জানান, আগুনে লাশগুলো পুড়ে যাওয়ায় সেগুলোর ডিএনএ টেস্ট করা প্রয়োজন। এর পরেই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব।

চালকের অসচেতনতা ও রাস্তা খারাপ হওয়ায় পাকিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০০ জন মানুষ প্রাণ হারায়।

 

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.