শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ফেব্রুয়ারিতে ফের বৈঠকে বসছে ট্রাম্প-কিম

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ফের বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কিমের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়োং চোলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক শেষে দ্বিতীয় বৈঠকের ঘোষণা দেয় হোয়াইট হাউস।

তবে এই দুই শীর্ষ নেতার বৈঠকের ভেন্যু কোথায় হবে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ভিয়েতনামে একসঙ্গে দেখা যেতে পারে দুই নেতাকে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখেই সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখবে ওয়াশিংটন।

এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও কিম। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করা হলে কিছুটা অগ্রগতি হয়।

এদিকে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণগঠনের পরিকল্পনা প্রকাশ করে ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিম।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.