বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

রোনালদোর গোলে ইতালিয়ান সুপার কাপ জিতল জুভেন্তাস

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়ে প্রথম কোনো ফাইনাল খেলতে নেমেই জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন ক্লাবকে এনে দিলেন ট্রফি। অন্যভাবে বলতে গেলে সিআরসেভেনের গোলে মৌসুমের প্রথম ট্রফি এল তুরিনের ক্লাবে।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
প্রথমার্ধে গোল শূন্য থাকার পর ম্যাচের ৬১তম মিনিটে রোনালদোর নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলটি পায় জুভেন্তুাস। বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের চিপশটে বাড়ানো বল হেডে ঠিকানায় পাঠান রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড। নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ২৬ ম্যাচে ১৬ গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৭৪তম মিনিটে বড় ধাক্কা খায় প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন মিলান। এমরে কানকে ফাউল করে লাল কার্ড দেখেন কোত দি ভোয়ার মিডফিল্ডার কেসিয়ে। এক জন কম নিয়ে বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান।

জ্বরের কারণে মিলানের প্রথম একাদশে শুরু করেননি হিগুয়েন। বল পজেশন নিজেদের দখলে রেখেও প্রথমার্ধে মিলানের ক্লাবটির ডেডলক খুলতে ব্যর্থ হয় জুভেন্তাস। তবে প্রথমার্ধে সুযোগ এসেছিল দু’দলের কাছেই।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.