মঙ্গলবার ৫ চৈত্র, ১৪৩০ ১৯ মার্চ, ২০২৪ মঙ্গলবার

সরকারি নিবন্ধন পেয়েছে সাংবাদিক সমবায় সমিতি

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড নিবন্ধনপত্র পেয়েছে। যাচাই বাছাই শেষে ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা সমিতির নেতৃবৃন্দের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আলমগীর হোসেন, উপ পরিদর্শক নাসিরউদ্দিন, সমিতির সহ সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন সরকার, কার্যকরী সদস্য গিয়াসউদ্দিন মৃধা, এনামুল হক সিদ্দিকী, সদস্য মাহবুবুর রহমান খোকা,আনোয়ার হোসেন সজীব প্রমুখ। নিবন্ধন পেতে সহযোগীতা করায় নেতৃবৃন্দ এক বার্তায়, জেলা সমবায় অফিসার মো. আখিরুল আলমসহ উপজেলা ও জেলা সমবায় কার্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত গত বছর নভেম্বরে শিক্ষা, আবাসন, পেশাগত ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে নারায়ণগঞ্জ সাংবাদিক সমবায় ফোরাম নামে সংগঠনের যাত্রা শুরু হয় তবে সরকারি রেজিস্ট্রেশনের জন্য পরে নামের পরিবর্তন করা হয়।
সমিতির সভাপতি রণজিৎ মোদক জানান, এখন থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লি.নামেই সংগঠনটি পরিচিত হবে।
এদিকে সংগঠনের বৈধতা, হিসেবের স্বচ্ছতা ও সরকারের সমবায় আন্দোলনে যুক্ত হতে শুরুতে নিবন্ধনের জন্য আবেদন করা হয়।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.