শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন খালেদা জিয়া

বিষেরবাঁশী ডেস্ক: রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্টে বিফল হয়ে এবার তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনটি রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এখন সুপ্রিম কোর্টে অবকাশ চলছে, তবে জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ রয়েছে। সূচি অনুসারে ২৪ ডিসেম্বর অবকাশকালীন চেম্বার কোর্ট রয়েছে।

এ বিষয়ে খালেদার অন্যতম আইনজীবী এ এইচ এম কামরুজ্জামান মামুন বলেন, হাইকোর্ট রিট আবেদন তিনটি খারিজ করে আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে তিনটি আবেদন করা হচ্ছে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রোববার আবেদনগুলো দায়ের করা হবে।

আবেদনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণার রিটার্নিং কর্মকর্তা ও ইসির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি তিন আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.