মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক: বোমা হামলার হুমকির পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান কার্যালয় থেকে কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ফেসবুকের ওই মুখপাত্র জানান, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে বোমা হামলার হুমকি পাওয়ার পর কর্মচারীদের নিরাপত্তায় স্বার্থে বাইরে বের করে নেয়া হয়।

হুমকির পরপরই নিরাপত্তা বাহিনীর বোম ডিসবোজাল ইউনিট তল্লাশি অভিযান শুরু করেছে।

এর আগে চলতি বছরের মে মাসে সান ফ্রান্সিসকোতে আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলা চালায় এক নারী। এতে আহত হন অন্তত ৩ জন।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

 

 

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.