শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

কুষ্টিয়ায় বিএনপির ২০ নেতা-কর্মী আটক

বিষেরবাঁশী ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে যুবলীগের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের দলীয় কার্যালয় থেকে বিএনপির ২০ নেতা-কর্মীকে আটক করেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়া কোট স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে।

জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম জানান, নৌকার পক্ষে মিছিল নিয়ে তার দলের নেতা-কর্মীরা কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিলেন। এসময় বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনী অফিস থেকে তাদের উপর হামলা চালানো হয়। এতে যুবলীগ নেতা নুরুল ইসলাম সুরুজ, শহীদুল, হিরক, বিপ্লবসহ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর রাতে পুলিশ বিএনপি প্রার্থী জাকির হোসেনের কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীকে আটক করে। তবে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে বিএনপি।

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন জানান, ‘নির্বাচনী অফিসে দুস্কৃতিকারীদের হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি চাই।’
জাকিরের কার্যালয়ের সামনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘রাতে সড়কের ওপর কিছু লোকজনকে কাঠ ও লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। কয়েক মিনিট পরেই তারা চলে যায়। এর কিছুক্ষণই পরেই পুলিশ এসে কয়েকজনকে ধরে নিয়ে যায়।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, যুবলীগের নৌকার মিছিলে জাকির হোসেনের লোকজন উপর থেকে ইটপাটকেল ছুড়েছে। এতে ৬-৭ জন আহত হয়েছে। বেশ কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.