শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

না.গঞ্জের ৪ প্রার্থীর মনোনয়পত্র আপিলেও বাতিল ঘোষিত

বিষেরবাঁশী ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাই পর্বে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলকৃত ১১ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পাবার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। উক্ত ১১জনের মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নারায়ণগঞ্জের ৫টি আসনে ৬১জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে জেলা রিটার্নিং অফিসার রাব্বী মিয়া ৫টি আসনের ১৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। উক্ত ১৪ জনের মধ্যে ১১জন প্রার্থী ঢাকা নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পাবার জন্য আপিল করেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) নারায়নগঞ্জের ৫টি আসনের আপিলের শুনানি হয়। যার মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া যায়। বাতিলকৃত ৪জনের মধ্যে ৩জন প্রার্থীই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের। বাতিলকৃত ৪জন প্রার্থী হলেন, নারায়নগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী রেহান আফজাল, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী অন্যন্যা হুসেইন মৌসুমী, স্বতন্ত্র প্রার্থী মো. মোশারফ হোসেন ও বিএনএফ থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সাহাবুদ্দিন।

অন্যদিকে জানা যায়, আপিলের পর নিজের প্রার্থীতা ফিরে পেয়েছেন ৩ প্রার্থী। তারা হলেন, নারায়নগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিন, জাতীয় পার্টি থেকে ছালাউল্লাহ খোকা মোল্লা ও বিএনপির মনোনীত প্রার্থী মামুন মাহমুদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আপিলকৃত প্রার্থীদের কোনো খবর পাওয়া যায়নি।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.