বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ সন্ত্রাসী হাসান নিহত

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল হাসান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র‌্যাবের দাবি, সে মাদক, ডাকাতি ও অস্ত্র সহ একাধিক মামলার আসামি। রোববার ২ ডিসেম্বর ভোরে শহীদনগর এলাকার মসজিদের পাশে একটি বাসায় ওই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের কনস্টেবল আলম ও আলামিন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত রবিউল হাসান শহরের দেওভোগ এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী, মারামারি সহ ২০টি মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টায় শহরের শহীদনগরের মসজিদের পাশে একটি বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় দরজা খোলার জন্য টোকা দিলে ভেতর থেকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টাগুলি ছুঁড়ে। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় একজন পরে আছে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের কনস্টেবল আলম ও আলামিন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো জনান, নিহত হাসানের লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, অস্ত্র ও ডাকাতি সহ ২০টি মামলায় পলাতক আসামি ছিল। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.