শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

নীলফামারীতে ব্যানার-ফেস্টুন অপসারণ

বিষেরবাঁশী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। শহরের গাছবাড়ি এলাকা থেকে শুরু করে বড় বাজার, চৌরঙ্গী মোড় ও পোস্ট অফিসের সামনের সড়ক পর্যন্ত ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়।

অভিযান শেষে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখী ছেপ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নীলফামারী পৌরসভার দায়িত্বে আছি। নির্বাচনী পরিবেশ তৈরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পোস্টার অপসারণের পাশাপাশি শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক দখল করে রাখা ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের অবৈধ স্থাপনা ও রাস্তার ওপরে থাকা দোকানের মালামাল অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। বেধে দেওয়া সময়ের মধ্যে তারা অপসারণ না করলে জরিমানা করা হবে।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.