শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

জোটবদ্ধ নির্বাচন : ইসিকে জানানোর শেষ দিন আজ

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে হলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বেধে দেওয়া সময় অনুযায়ী আজই তা জানানোর শেষ দিন।

গত শুক্রবার ইসির জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ নির্বাচন করতে চাইলে আজ রোববারের মধ্যেই তা ইসিকে জানাতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর আর্টিকেল-২০’র ক্লোজ (১) এর সাব-ক্লজ (এ) এর বিধান অনুসারে-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এরুপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন জানাতে হবে।

অর্থ্যাৎ, নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুধুমাত্র জোট করতে পারবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোন কোন দলের সঙ্গে জোট করবে তা চিঠিতে উল্লেখ করতে হবে। এতে করে বড় দলের প্রতীক নিয়ে নিবন্ধিত ছোট দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তা ছাড়া অনিবন্ধিত দলের সঙ্গে নিবন্ধিত দলের জোট করলেও সমস্যা নেই। সে ক্ষেত্রে নিবন্ধিত দলের প্রতীক নিয়ে অনিবন্ধিত দলের নেতারা নির্বাচনে অংশ নিলে সমস্যা নেই। তবে অনিবন্ধিত দলের ওই নেতারা নিবন্ধিত দলের প্রার্থী হিসাবে বিবেচিত হবে।

আজ সময়সীমা শেষ হলে পরবর্তীতে সময় বাড়ানো হবে কী না, জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যদি কমিশন মনে করে, এটা কমিশনের বিষয়। কমিশন যদি মনে করে, সময় বাড়াবে না। আবার দলগুলোর নেতারা যদি সময় বাড়ানোর দাবি করেন, তাহলে দাবির পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব হতে পারে। তবে এখনো কেউ সময় বাড়ানোর আবেদন করেনি।

সময় বাড়াতে আইনে বাধ্যবাধকতা আছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে রাজনৈতিক দল যারা জোটবদ্ধ আছেন কোন প্রতীকে করবেন, স্পষ্টভাবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করবেন। যদি এটা দিতে না পারে এটা আইনের ব্যত্যয় হবে। এটা দিতে ব্যর্থ হলে নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে।’

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.