শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ফসিলের নতুন স্মার্টওয়াচ

বিষেরবাঁশী ডেস্ক: নতুন মডেলের স্মার্টওয়াচ আনল যুক্তরাষ্ট্রের ফ্যাশন এবং প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফসিল। স্মার্টওয়াচটির নাম ‘স্পোট’। এটি সুইম প্রুফ ডিজাইনে তৈরি। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি। ডিভাইসটি পরিচালনার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ প্রসেসর ব্যবহৃত হয়েছে।

দুইটি ভার্সনে যুক্তরাষ্ট্রের বাজারে ফসিলের নতুন ওয়াচটি পাওয়া যাচ্ছে। সিলিকন/লেদার স্টাইপ ভার্সনের দাম ২৫৫ ডলার। ২৭৫ ডলারে পাওয়া যাচ্ছে স্টেইনলেস স্টিলের স্টাইপ ভার্সন।

দুইটি আকারে ফসিল ‘স্পোট’ বাজারে বিক্রি হচ্ছে। এগুলো হলো ৪১ মিলিমিটার এবং ৪৩ মিলিমিটার। গ্রে, পিঙ্ক, রেড, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক কালারে ডিভাইসটি মিলছে।

বিশেষ ফিচার হিসেবে ওয়াচটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ প্রসেসর, অল ডে ব্যাটারি লাইফ, অ্যামবিয়েন্ট মোড, হার্ট রেট মনিটর, সুইম প্রুফ ডিজাইন। ডিভাইসটিতে গুগল পে সার্ভিস সমর্থন করে। এতে গুগল অ্যাসিসট্যান্ট প্রি-ইনস্টল করা আছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: বিজ্ঞান ও প্রযুক্তি

Leave A Reply

Your email address will not be published.