শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

আজ জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা

আসতে পারে দীর্ঘ অবরোধের ঘোষণা

 

সাইফুল্লাহ সাদেক: ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপ চলার মধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হচ্ছে আজ। আত্মপ্রকাশের পর ঢাকার বাইরে দুটি জনসভা করা ছাড়া আর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি তারা। ধারণা করা হচ্ছে, এ জনসভা থেকেই দাবি আদায়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

এরই মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এ জনসভা থেকে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কোন ধরনের কর্মসূচি দেয়া হতে পারে – এমন প্রশ্নে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মুহাম্মদ মনসুর চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারকে দাবি মানতে হবে। তাই বড় ধরনের কর্মসূচি আসবে।

তবে হরতাল, অবরোধের মতো কোনো কর্মসূচি কি আসতে পারে – এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের কোনো কর্মসূচি আসবে বলে মনে হয় না। ড. কামাল হোসেন যেখানে আছেন সেখানে এ ধরনের কোনো কর্মসূচি আসবে না। আপনারা আগামীকালই সব জানতে পারবেন। তবে ব্যতিক্রমী কর্মসূচিই আসবে।’

এরই মধ্যে সোমবার ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি, বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী।

তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘আজ থেকে সকল মেধা, সাহস, শক্তি নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে থাকব৷ একাত্তরে ইয়াহিয়া খান যেভাবে আমাদের কাছে আত্মসমর্পণ করেছিলে তেমনিভাবে আজকের স্বৈরাচারকেও আত্মসমর্পণ করতে হবে।’

একই মঞ্চে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আব্দুর রব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি মেনে নিতে হবে। আপনাদের পায়ের তলায় মাটি নাই। কিসের ইভিএম? ভোট চুরির জন্য? ইভিএম ব্যবহার করা যাবে না। নির্বাচন করতে চাইলে দাবি মানতে হবে। আর যদি নির্বাচন না করতে চান এবং দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চান, তাহলে সকল দায় সরকারকে নিতে হবে।’

এ সময় কাদের সিদ্দিকীর হাত ধরে তিনি বলেন, ‘আমরা দুই ভাই এক হয়েছি। একসাথে লড়াই করব আমরা৷ এই লড়াই গণতন্ত্রের লড়াই৷ এই লড়াই চলবে।’

রব বলেন, ‘আমরা ঢাকায় জনসভা করব। দেশের সব বিভাগ, জেলায় যাব। মানুষকে নিয়ে লড়াই করব।’

এর কিছুদিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, ‘সংলাপে সমাধান না আসলে এমন কঠোর আন্দোলন দেয়া হবে যা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে না সরকারের।’

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

 

Categories: রাজনীতি

Leave A Reply

Your email address will not be published.