বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

আইরিশদের হারালো বাংলাদেশের মেয়েরা

বিষেরবাঁশী ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। মূল টুর্নামেন্টের প্রথম প্রস্তুতি ম্যাচেও আইরিশ মেয়েদের হারালো বাংলাদেশের মেয়েরা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। গায়ানায় রোববার আইরিশদের ৮৪ রানে আটকে রেখে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছেছে ৩২ বল বাকি রেখে।

টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার জাহানারা আলম। আরেক পাশে নতুন বলে শুরু করা সালমা খাতুন সুবিধা করতে পারেননি। তবে দুই স্পিনার রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা চেপে ধরেন আইরিশদের। নবম ওভারে তাদের রান হয়ে যায় ৫ উইকেটে ২৬।

আইরিশদের তখন লক্ষ্যই ছিল ২০ ওভার খেলা। কিম গার্থের সৌজন্যে সেটি করতে পারে তারা। সাতে নামা গার্থ করেন ৩৫ রান। দ্বিতীয় স্পেলে ফিরে তাকে বোল্ড করেন জাহানারা। দুটি উইকেট নিয়েছেন জাহানারা। তবে আইরিশদের কাছে দুর্বোধ্য ছিল রুমানার লেগ স্পিন। ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। অফ স্পিনার কুবরা ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন একটি।

রান তাড়ায় বাংলাদেশকে ৬ ওভারে ৩৭ রান এনে দেয় উদ্বোধনী জুটি। রান এসেছে মূলত আয়েশা রহমানের ব্যাটে। শামিমা সুলতানা ছিলেন দর্শক। ৯ রানে শামিমার রান আউটে ভাঙে জুটি। এরপর আচমকাই বাংলাদেশকে নাড়িয়ে দেন গার্থ। ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করা আয়েশাকে বোল্ড করার পর সেই ওভারেই ফেরান নিগার সুলতানা ও রুমানাকে। ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান হয়ে যায় ৪ উইকেটে ৩৮।

এরপরও অবশ্য খুব বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ফারজানা হক ও সানজিদা ইসলামের জুটি জিতিয়ে দেয় দলকে। পঞ্চম উইকেটে দুজনের অপরাজেয় জুটিতে আসে ৪৬ বলে ৪৮ রান। ২১ রানে অপরাজিত থাকেন ফারজানা, ২০ রানে সানজিদা।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.