মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

কাল প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে কওমিপন্থি ৬টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ (হাইয়াতুল উলইয়া)। সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলের মাধ্যমে শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে। মাহফিলের সভাপতিত্ব করবেন হেফাজত ইসলামের আমির ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি।
আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে শুকরিয়া মাহফিল শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ১১টায় মাহফিলস্থলে উপস্থিত হওয়ার কথা। এর আগে সকাল ৯টায় হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি তার নিজ কর্মস্থল হাটহাজারী মাদ্রাসা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার সোহ্রাওয়ার্দ উদ্যানে পৌঁছবেন। এ ছাড়া ঢাকার বাইরে দায়িত্বপ্রাপ্ত হাইয়াতুল উলইয়া ও ৬টি বোর্ডের কর্মকর্তারা ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করছেন।
মাহফিল বাস্তবায়নে গঠিত ১৭ সদস্যবিশিষ্ট মাহফিল কমিটির সদস্যরা শুকরিয়া মাহফিলে সর্বাধিক লোকসমাগমের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেফাকের এক শীর্ষ আলেম এ প্রতিবেদককে জানান, আজ শনিবার রাতে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম থেকে ১০ হাজারের মতো আলেম-ওলামার দুই শতাধিক বাসে ঢাকার সোহ্রাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিলের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তাদের যাতায়াত ও থাকা-খাওয়া ব্যবস্থা করেছেন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত হাইয়াতুল উলইয়ার সদস্যরা। এ ক্ষেত্রে আর্থিক ব্যয় বহন করছেন দক্ষিণ চট্টগ্রামের সরকার দলীয় এক সংসদ সদস্য।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস জানান, শুকরিয়া মাহফিলে আগত আলেম-ওলামারা নিজ খরচে মাহফিলে যোগদান করবেন। তবে লোক সমাগমের ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.