মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

জঙ্গি ধরতে চরাঞ্চলে অভিযান, গ্রেফতার ৬

বিষেরবাঁশী ডেস্ক: জঙ্গি আস্তানার খোঁজে ব্লক রেইড দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্গম চরাঞ্চলে চতুর্থ দিনের মতো অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল পৌনে নয়টা পর্যন্ত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত তিনটা থেকে এই অভিযান শুরু হয়। কাউন্টার টেরোরিজম ইউনিট, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের প্রায় ৬০ জন সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় ব্যক্তির মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আছেন। আছেন জুয়াড়ি। সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা ও হরিপুর ইউনিয়নের চরগুলোতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান রিংকু সকালে বলেন, রাত তিনটার দিকে আমাদের এই অভিযান শুরু হয়। উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হচ্ছে। সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত, চিহ্নিত জুয়াড়িসহ মোট ছয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.