শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

জেনেভার পথে রাষ্ট্রপতি

বিষেরবাঁশী ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিনিয়োগ ও নিরাপত্তা বিষয়ে দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার এই সফর।

রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সুইজারল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফ্লাইটটি জেনেভার কোয়েট্রিন বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে রাষ্ট্রপতি ২০তম ‘গ্লোবাল লিডারস ইনভেস্টমেন্ট সামিট’ ও ‘হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এর ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দেবেন।

এবার ২২ থেকে ২৬ অক্টোবর আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০১৮-এ যোগ দেওয়ার জন্য ১৬০ দেশের পাঁচ হাজারের বেশি অংশগ্রহণকারী জেনেভায় মিলিত হবেন।

হোম ল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের ২০তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ অক্টোবর। পাঁচ দিনের জেনেভা সফর শেষে ২৭ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : ইউএনবি

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.