শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ২৪ জনের মৃত্যু

বিষেরবাঁশী ডেস্ক: কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছে। গত এক সপ্তাহে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জানা গেছে, কঙ্গোতে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৩৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, গত জুলাই থেকে কঙ্গোতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত ২১১ জন ইবোলায় আক্রান্ত হয়। এর মধ্যে মারা গেছে ১৩৮ জন।

ডব্লিউএইচও জানায়, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আরও তিন মাস এমন অবস্থা চলতে পারে। গত কয়েক সপ্তাহে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: আন্তর্জাতিক

Leave A Reply

Your email address will not be published.