বৃহস্পতিবার ১৪ চৈত্র, ১৪৩০ ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার

বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী

বিশেরবাঁশী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলকক্ষে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার সকালে গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকের বিষয়ে পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।

সাক্ষাতে প্রধানমন্ত্রী ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বৈঠককালে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ইভিএম প্রকল্প অনুমোদন করেছে এবং আমরা তা ব্যবহার করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর (মাইক পম্পেও) সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং রোহিঙ্গা ইস্যু ও নির্বাচন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বর্তমানে ৭৩তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) অংশগ্রহণের জন্য নিউইয়র্কে রয়েছেন।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: জাতীয়

Leave A Reply

Your email address will not be published.