শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

বেনাপোলে ১০টি স্বর্ণেরবার-ডলারসহ আটক ৩

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচারের সময় এক কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবার ও ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নড়াইলের নড়াগাতি গ্রামের আব্দুর রহমান ও একই গ্রামের মাসুদ মোল্লা এবং যশোরের খড়কি এলাকার হাসান আলী।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচার হচ্ছে। পরে অভিযান চালিয়ে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ৮৯হাজার ৮০০ ডলারসহ দুই জন ও শালকোনা গাতিপাড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.