মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

অসুস্থ চারণ সাংবাদিকঅসুস্থ চারণ সাংবাদিকএ কে এম মকছুদকে প্রয়োজনে বিদেশ পাঠানোর আহ্বান

বিশেরবাঁশী ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর ২০১৮ইং শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন দেশের অন্যতম চারণ সাংবাদিক, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ, দৈনিক গিরিদর্পণ ও বনভূমি’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব এ.কে.এম মকছুদ আহমদকে দেখার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, মুক্তিযোদ্ধা ও সম্পাদক আলহাজ্ব মইনুদ্দীন কাদেরী শওকত, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন, মানবাধিকার সাংবাদিক সংস্থা হাটহাজারী উপজেলা সভাপতি সাংবাদিক শ্যামল নাথ, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন হাসপাতালে যান। এ.কে.এম মকছুদ আহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মকছুদ আহমদের রোগমুক্তি কামনা ও দোয়া করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব অমরেশ কান্তি দে, মুজিবুল হক চৌধুরী, মোহাম্মদ বাদশা আলম। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ডঅচঈ সাবেক নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত বলেন; ’৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন এবং সাংবাদিকদের মধ্যে জনসেবার মনোভাব সৃষ্টিতে এ.কে.এম মকছুদ আহমদের অবদান রয়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাতে ব্যবস্থা গ্রহণ করতে মহামান্য রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.