বুধবার ৪ বৈশাখ, ১৪৩১ ১৭ এপ্রিল, ২০২৪ বুধবার

জেরার্ড পিকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে গ্রেপ্তার হয়েছেন জেরার্ড পিকে। শুক্রবার বার্সেলোনা ডিফেন্ডারকে গ্রেপ্তার করে স্প্যানিশ পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে পিকের গাড়ি থামায় পুলিশ। তখন তার কাছে কাগজপত্র চাওয়া হয়। পিকের দেয়া নথিতে দেখা যায়, আগের অপরাধের জন্য তার লাইসেন্স আর বৈধ নাই। তারপরই স্প্যানিশ সাবেক তারকাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর পিকেকে ছেড়ে দেয়া হয়। তবে কাতালান প্রভাবশালী রেডিও স্টেশন কাদেনা সের জানাচ্ছে, ফৌজদারি অপরাধের জন্য দ্রুতই তার বিরুদ্ধে সমন জারি করতে পারে আদালত।

যে অপরাধ করেছেন তাতে ছয় মাসের কারাবাসের ঝুঁকিতে পড়েছেন পিকে। তাকে ২ লাখ ৮৮ হাজার ইউরো জরিমানা দিতে হবে অথবা ৯০ দিনের জন্য কমিউনিটি সেবায় কাজ করতে হবে।

 

বিষেরবাঁশী.কম/ডেস্ক/নিঃতঃ

Categories: খেলাধূলা

Leave A Reply

Your email address will not be published.