বিশেরবাঁশী ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে যাত্রী উঠানোর জন্য তিন বাসের পাল্লাপাল্লিতে জাবালে নুর বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, জাবালে নূরের যে বাসটি শিক্ষার্থীদের চাপা দিয়েছিল সেই বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে । এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। উলেখ্য, গত রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দর সড়কে র্যাডিসন হোটেলের বিপরীতে কালশী থেকে বিমানবন্দরগামী জাবালে নূর পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে যাত্রী তুলতে গিয়ে পথচারী ও শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী দিয়া খানম মীম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম ওরফে রাজীব নিহত হন। এছাড়া আরও অন্তত ১২ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় দিয়ার বাবা রোববারই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জাবালে নূর গাড়ির চালক মাসুম বিলাহকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার গাড়ির চাপাতেই ওই দুই শিক্ষার্থী নিহত হয়।
বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ