মঙ্গলবার ৩ বৈশাখ, ১৪৩১ ১৬ এপ্রিল, ২০২৪ মঙ্গলবার

শিশুরা জেগেছে

বিশেরবাঁশী ডেস্ক: পুলিশের অনিয়ম খতিয়ে দেখছে। মন্ত্রীর গাড়ি উল্টো দিক থেকে ঘুরিয়ে দিচ্ছে। সবাই বলছেন ঠিক আছে।  ★ (পুলিশ কোন্ চেটের বাল?)শ্লোগান এটি কিন্তু ঠিক না ★  ডিএমপি পুলিশকর্তা মনিরুল ইসলাম স্বীকার করেছেন,শিশুরা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে! তবে,বলেছেন,শিশুদের পুলিশের দায়িত্ব পালন বেআইনি।  শিশুদের অভিভাবকরা চান;আপনারা সংশোধন হন। শুদ্ধ হন।মানবিক হন। নয়তো আপনাদের জন্য আরো লজ্জা অপেক্ষা করছে!

মনে রাখবেন,শিশুদের ভয় ভেঙে গেছে। ওরা এক হলে সব বাবা মা এক হয়ে যান – প্রমান সচক্ষে দেখছেন! শিশুরা যত তাড়াতাড়ি মায়ের কোলে ফিরে গেলে স্বস্তি।  আপনাদের প্রতি আস্থার জায়গাটা তৈরী করুন। একটা নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা আপনাদের কাছে। কোন প্রধানমন্ত্রীর পক্ষে একা সব সামলানো সম্ভব নয়।  আসুন,কুমতলব পরিহার করে সত্যিকার পরিবর্তনের অংশিদার হই।পুলিশের সততা, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে স্বল্প সময়ে ই আমাদের আকাঙ্খা পূরণ সম্ভব।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.