বিষেরবাঁশী ডেস্ক: ২৭ জুলাই শুক্রবার বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আসছে ২৭ জুলাই শুক্রবার বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ব্যানার, পোষ্টার, ফেষ্টুন উঠতে দেখা দিয়েছে। দলের আহ্বায়ক নিজামউদ্দিন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকাল ১১ টায় একটি বিশাল র্যালী ২ নং রেল গেইট হতে শহরে বিভিন্ন স্থান পদক্ষিন করে জেলা আওয়ামীল কার্যালয়ে এসে শেষ হবে। র্যালী শেষে আলোচনা সভা মিলাদ ও কেক কাটার আয়োজন করে হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবিন্দ সহ নারায়নগঞ্জ জেলা ও থানার নেতৃবিন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার আহ্বায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন সকল নেতৃবিন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়