শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

কালিহাতীতে ট্রাক খাদে, নিহত ৪

বিশেরবাঁশী ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই প্রাণ আরএফএল কম্পানির শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা জানান, তারা সবাই প্রাণ আরএফএল কম্পানির শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজন মারা যান। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ বলেন, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.