শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

শিশু খাদিজাকে ধর্ষণ ও হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ

বিশেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জের শিশু খাদিজা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- চার বন্ধু সুজন, আলামীন, আবুল কালাম ও শাহাদাৎ। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা সবাই পলাতক।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তারকে একই এলাকার চার যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে খাদিজা নিখোঁজ থাকে। পরদিন সকালে বাড়ির পাশে একটি সরিষাক্ষেত থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকেই চারজন পলাতক থাকে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি জানান, এই মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। নিহত খাদিজার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদতা/ইলিয়াছ

Categories: অপরাধ ও দুর্নীতি,আইন-আদালত

Leave A Reply

Your email address will not be published.