শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

  • অনলাইন ডেস্ক

লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে চলছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এ ঘটনার পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ বলছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি মহল দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করে যাচ্ছে।

সোমবার ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর কবি লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার নিখোঁজ হন বলে থানায় অভিযোগ করেন তার পরিবার। এর ১৮ ঘন্টা পর ওই রাতেই যশোরের অভয়নগরে ঢাকাগামী একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর থেকেই বিএনপির অভিযোগের আঙ্গুল সরকারের দিকে। বুধবারও এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ওই অভিযোগ নাকচ করে বলেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নির্বাচনের আগে এমন নাটক আরও হবে।

কবি ও লেখক ফরহাদ মজহার বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.