শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

অটো-রিক্সা চালকের কাছে চাঁদাবাজি কালে গ্রেপ্তার- ৪

বিষেরবাঁশী ডেস্ক: ফতুল্লার পঞ্চবটি সড়ক অবৈধ চাঁদাবাজির সময় হাতে নাতে চাঁদা সংগ্রহের রশিদ বই ও চাঁদাসহ ৪ চাাঁদাবাজ কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো: লিটন (৩৫০,মো. আল আমিন (৩৫০ রাজু(২৮) এবং হাসান হাওলাদার (৩০)।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানার এস,আই কাজী এনামুল হক ও তার সংগীয় ফোর্স গতকাল(৪জুন) সকাল সাড়ে ৮টায় পঞ্চবটি টহলে থাকলে এসময় দেখতে পায় অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ব্যাটারী চালিত অটো রিক্সা চালকের কাছ থেকে চাঁদা তুলছে । এসময় পুলিশ চাঁদার কারন জানতে চাইলে তারা বলে আজিজুল ও আ.জাব্বারের নির্দেমে চাঁদা তুলছে। পুলিশ তাৎক্ষনিক তাদেরকে আটক করে চাঁদার রশিদ বই ও নগদ চাঁদা তোলার ২৪শ টাকাসহ ৪জনথানায় নিয়ে আসে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মডেল থানায় দ্রুত আইনে মামলা দায়ের করেছে। এই মামলায় মূল হোতা আজিজুল হাওলাদার (৩৪)ও আ.জাব্বার(৫৮) এবং উল্লেখিত ৪জনসহ আসামী করে মামলা দায়ের করেছে।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: অপরাধ ও দুর্নীতি,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.