শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ঈদের আগেই শেষ হতে চলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ’

বিশেরবাঁশী ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে অন্যতম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন সড়কটি দিয়ে যাত্রী ও পণ্যবাহী হাজারও যানবাহন চলাচল করে থাকে। কিন্তু মহাসড়কটির কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারের মধ্যে কোথাও কোথাও পিচ উঠে বা রাস্তা ভেঙে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৩৫ কিলোমিটার সড়কের অবস্থা বেশি নাজুক। তবে আসন্ন ঈদকে সামনে রেখে সড়কটি মেরামত করতে সংস্কার কাজ শুরু করেছে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ। পৌনে ৬ কোটি টাকা ব্যয়ে আগামী ৮ থেকে ১০ জুনের মধ্যে সড়কটির সংস্কারকাজ শেষ হয়ে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘কুমিল্লার ১০৪ কিলোমিটার সীমান্তে বড় ধরনের খানাখন্দ না থাকলেও বেশ কিছু সমস্যা রয়েছে। যার কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আশা করি, ঈদের আগেই এই ভোগান্তি পুরোপুরি দূর করতে পারবো।’ তিনি বলেন, ‘মহাসড়কের কুমিল্লা সীমান্তের রাস্তার টেন্ডার হয়ে কাজের অর্ডারও হয়ে গেছে। ইতোমধ্যে আমরা রেটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। ৮০ ভাগ রেটিংয়ের কাজ শেষ হয়েছে। পুরো ১০৪ কিলোমিটারের জন্য আমাদের ৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ঈদের আগেই ঘরমুখো যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দিয়ে আরামে এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত গ্রামের স্কুলশিক্ষক আবদুর রহমান বলেন, ‘মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের দুই দিক দিয়ে উঁচু-নিচু হয়ে গেছে। যার কারণে গাড়িগুলো হেলে দুলে চলাচল করে। সড়ক অসমতল হওয়ার কারণে বিলাসবহুল যাত্রীবাহী বাসগুলো গতি ঠিক রাখতে পারে না। যে কারণে অনেক সময় দুর্ঘটনায় পড়ে যায়।’ কুমিল্লা সদরের ব্যবসায়ী সাধন চন্দ্র দেবনাথ বলেন, ‘মহাসড়কের কুমিল্লা সীমান্তের বিভিন্ন অংশে রাস্তার পিচ উঠে গেছে। ফলে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে না। ধীর গতিতে চলাচল করে। এতে যানজটের কবলে পড়ে মহাসড়ক।’

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘মহাসড়কের সার্বিক বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত মনিটরিং করছি। যাতে ঈদে ঘরমুখো যাত্রীদের কোনও ভোগান্তি না হয়। গত ২১ মে থেকে মহাসড়কের কুমিল্লা অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত এটি অব্যাহত থাকবে। এই অভিযানের মাধ্যমে সব পুরাতন ও ধীরগতির গাড়ি আমরা সড়ক থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করছি। যাতে রাস্তায় কোনও ধরনের যানজট না হয়।’

কুমিল্লা-১০ নির্বাচনি এলাকার সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট মহাসড়কটিও দ্রুত সংস্কার করা হবে। যাতে যাত্রীদের কোনও ভোগান্তি পোহাতে না হয়। আমাদের এ অংশে যে সব রাস্তা খারাপ রয়েছে সে বিষয়ে আমি মাননীয় সেতুমন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করি, দ্রুত সংস্কারকাজ শেষ করা হবে।’

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদাতা/ইলিয়াছ

 

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.