শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

তবে, কেন লোক হাসালি?

অবশেষে না’গঞ্জের আবর্জনা অপসারণে প্রশাসনের টনক নড়লো!

  • বিষেরবাঁশী ডটকম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ শহরের ময়লা আবর্জনা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে জালকুড়িতেই ফেলা হবে। নাসিকের সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর লাঞ্চনার শিকার পরিচ্ছন্ন কর্মীরা বৃহস্পতিবার গভীর রাতে ময়লা বোঝাই গাড়ি জেলা প্রশাসকের বাসভবনের সামনে রেখে অভিনব প্রতিবাদ জানানোর পর ২৪ ঘন্টা না পরুতেই প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানা গেল। নতুন জায়গা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে;খবর সংশ্লিষ্ট সূত্রের। উল্লেখ্য,ইতোপূর্বে জালকুড়ির একই জায়গায় আবর্জনা ফেলা হতো।কিন্তু সম্প্রতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে অর্থদণ্ড করেন। তারপর ২৭ থেকে ৩০ মে পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের সকল আবর্জনা অপসারণ বন্ধ থাকে। এতে করে নগরবাসীদের দুর্ভোগ চরমে উঠে। উদ্ভুদ পরিস্থিতিতে গত কয়েকদিন যেখানেই ময়লা ফেলতে যেতো সেখানেই পরিচ্ছন্ন কর্মীদের গালমন্দ অথবা মারধর করে তাড়িয়ে দেয়া হতো। এমনকি সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতেও ময়লা ফেলতে দেয়া হয়নি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শত চেষ্টা করেও জেলা প্রশাসনের কোন সহযোগিতা পাওয়া যায়নি বলে মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী সংবাদ মাধ্যমে অভিযোগ করেন।
নাসিক সূত্রে জানা গেছে,অদূর ভবিষ্যতে নারায়ণগঞ্জের জালকুড়িতে বর্জ থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে।প্রকল্পটি চালু হলে বিদ্যমান ময়লা সংকট দূর হওয়ার পাশাপাশি উৎপাদিত বিদ্যুতের সুফলও নারায়ণগঞ্জবাসী ভোগ করবেন। ময়লা অপসারণ নিয়ে গত ৪ বছর ধরে কথিত ‘ময়লা বাহিনী’র রহস্যজনক বিরোধিতার কাহিনী সবার জানা!

বি.বা/সিএ

Categories: খোলা বাতায়ন,নারায়ণগঞ্জের খবর,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.