শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

নাশকতার মামলায় শ্যোন অ্যারেস্ট কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে একটি মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ।

বুধবার (২৩ মে) দুপুরে সদর ও ফতুল্লা থানার দুটি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর তার মুক্তির আগে ২০১৭ সালের সদর থানার একটি নাশকতার মামলায় তাকে পুনরায় জেলগেট থেকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। পরে সদর থানা পুলিশ তাকে ওই মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রোরবার (২৭ মে) রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন।

খোরশেদের আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন জানান, উচ্চ আদালত থেকে জামিনের পরও তাকে সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত রোববার (২৭ মে) রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছেন।

Categories: আইন-আদালত,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.