শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

ফতুল্লা রেললাইন বটতলায় থমথমে অবস্থা

বিষেরবাঁশী ডেস্ক: নারায়ণগঞ্জ ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় সন্ত্রাসী কালাম-শরীফ বাহিনীর হামলা, লুটপাট,অগ্নি সংযোগের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হামলার শিকার জামান খানের পরিবার। হামলার ঘটনায় ৮/১০জন আহত হলেও এদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে তার পরিবার। তবে হামলার ঘটনার ৫দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।
হামলার শিকার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কালাম,শরীফ,মুরাদ,ই¯্রাফিল,এরশাদ,রাশেদ,মীরু খাকন,জসিম,বাবুল প্রধান,পারুলসহ প্রায় ৩০/৩৫ জনের একটি সশস্ত্র গ্রুপ বসবত বাড়ীতে প্রবেশ করে পরিবারের সদস্যদের এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় জামান খান(৬৫),আসাদ(৩০),হৃদয়(২৮),ফেরদাউস(৩২),নুরুল ইসলাম(২৫),ফয়সাল(২৮) ও সোনিয়া খানুম(৩০)। এদের অনেকে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে হৃদয়ের অবস্থা গুরুতর। সন্ত্রাসীরা এসময় ঢাকা মেট্রো-ল৩২-৪৫১০, ঢাকা মেট্রো-ল৩৫-৮৬৯০, ঢাকা মেট্রো-ল ১৪-৪০৪৮ নাম্বরের তিনটি হোন্ডা আগুন দিয়ে পুরিয়ে দেয় এবং ঘরে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে দিয়ে যায়।

বিষেরবাঁশী.কম/ সংবাদদাতা/ হীরা

Categories: অপরাধ ও দুর্নীতি,নারায়ণগঞ্জের খবর

Leave A Reply

Your email address will not be published.