শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট

বিশেরবাঁশী ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। পণ্যবাহী ট্রাকের কারণে শুক্রবার (১৮ মে) সকাল থেকেই সেখানে যানজটের সৃষ্টি হয়। তবে গজারিয়ার ভাটেরচর থেকে যানজটের তীব্রতা বেশি।
ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে গাড়ি চললেও ঢাকামুখী যানবাহন অনেকটা স্থবির হয়ে আছে। অতিরিক্ত গাড়ির চাপে এমন যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে পণ্যবাহী যানবাহনই বেশি।
ভবেরচর হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকামুখী গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। গজারিয়ার ভাটেরচর এলাকা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়িই যানজটের প্রধান কারণ। যানবাহনের নিরানব্বই ভাগ পণ্যবাহী। তবে কুমিল্লাগামী লেনে যানজট নেই।’

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.