বিশেরবাঁশী ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ) খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার অভিযোগে ৩৩ জন জুয়াড়িকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ মে) রাত ১১টার দিকে জুয়াড়িদের জেল হাজতে পাঠানো হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শহরের কাজী পাড়ায় কাজী মাহমুদ শাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টে জুয়া খেলা চলছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ৩৩ জনকে ১ লাখ ৫৮ হাজার ৪শ’ টাকাসহ আটক করা হয়। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি)মো. সোহেল রানা প্রত্যেককে ৩ দিন করে কারাদণ্ড দেন। তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ