শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

প্রেমের দ্বন্দ্বে কিশোর খুন!

বিষেরবাঁশী ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে প্রেম নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ইউছুফ কাজী (১৪) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার লালচাঁদপুর গ্রামে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুই তরুণ আহত হয়েছেন। নিহত ইউছুফ কাজী লালচাঁদপুরের ওয়াজেদ কাজীর ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত কিশোর রহমত উল্লাহ (১৫) একই গ্রামের ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবুল বাশারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং রুহুল আমিনের ছেলে মো. সোহেল (২০)। তাদের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এশার নামাজের পর লালচাঁদপুরের আশ্রয় কেন্দ্রসংলগ্ন ব্রিজে বসে কথা বলছিলেন ইউছুফ, রহমত, নেয়ামত ও সোহেল। কথা চলাকালে একপর্যায়ে অভিযুক্ত রহমত উল্লাহ কোমর থেকে ছুরি বের করে ইউছুফ কাজীর বুকে আঘাত করেন। এ সময় রহমত উল্লাহকে বাধা দিতে গেলে তার ছুরির আঘাতে অপর দুজন আহত হন। ইউছুফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত রহমত উল্লাহ পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ও নিহতের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওসি আরও জানান, অভিযুক্তকে আটকের পর ঘটনার সত্যতা জানা যাবে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: অপরাধ ও দুর্নীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.