বুধবার ৪ বৈশাখ, ১৪৩১ ১৭ এপ্রিল, ২০২৪ বুধবার

সরকারি দফতরের ভুয়া কাগজ তৈরির সরঞ্জামসহ আটক ১

বিশেরবাঁশী ডেস্ক: বিভিন্ন সরকারি দফতরের ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামসহ মোজাহেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৩। আটক মোজাহেদ নীলফামারী জেলার দেবীগঞ্জ উপজেলার মাটিয়ারপাড়া গ্রামের মৃত হকদর আলী প্রধানের ছেলে। শনিবার র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমাণ্ডার মোতাহার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসসহ সরকারি বিভিন্ন দফতরের ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন মানুষকে প্রতারণা করে আসছিল মোজাহেদ। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জেলা জজ কোর্ট, উপজেলা ভূমি অফিস, ভূমি সেটেলমেন্ট, ইউনিয়ন ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১২টি সিল পাওয়া যায়।

বিভিন্ন ব্যক্তির আটটি জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, জমির খতিয়ান প্রস্তুতের ফাঁকা ফর্ম, ইউনিয়ন ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ, জমির দলিল-খতিয়ানের ফটোকপি এবং ফাঁকা ১৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয়।তিনি বলেন, বিকালে দেবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.