শনিবার ৭ বৈশাখ, ১৪৩১ ২০ এপ্রিল, ২০২৪ শনিবার

সৌদিতে চার দিনে প্রায় ১০ লাখ বিদেশি গ্রেফতার

বিশেরবাঁশী ডেস্ক: গ্রেফতারকৃতদের মধ্যে ৫৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকিদের মধ্যে ৩৯ শতাংশ ইথিওপিয়া এবং বাকি তিন শতাংশ অন্যান্য দেশের। এর আগে ২০১৭ সালের নভেম্বরে ভিসার শর্ত ভঙ্গের দায়ে ২৪ হাজার বিদেশিকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ। তিন দিন ধরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেশিরভাগকেই মক্কা নগরী থেকে পাকড়াও করা হয়। ২০১৩ সালেও এমন এক অভিযান চালিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। এতে ২৫ লাখেরও বেশি অবৈধ অভিবাসী দেশটি ছেড়ে যেতে বাধ্য হন। সূত্র: মিডল ইস্ট মনিটর, সৌদি গেজেট।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/ইলিয়াছ

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.