শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

নিষিদ্ধ করাতে আমার কিছু যায় আসে না: শাকিব খান

  • অনলাইন ডেস্ক

‘১৬টি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে, তাতে আমার কিছু যায় আসে না। এতে যেমন আমার ছবি মুক্তিতেও কেনো সমস্যা হবে না, তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না।’ বললেন চিত্রনায়ক শাকিব খান।

গতকাল সোমবার শাকিব খানের শিক্ষাগত যোগ্যাতার প্রশ্ন তুলে করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ ব্যাপারে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আলোচনায় আসার জন্যই আমার সমালোচনা করেছেন তিনি। পড়াশোনা করে তিনি কিছুই করতে পারেননি। আর আমি তো ছবি নিয়ে সারা বিশ্বে ঘুরছি। যোগ্যতা না থাকলে কি পারতাম?’

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন চিত্রনায়ক শাকিব খান। এখানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক কাজী হায়ৎ, প্রযোজক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য শাবান মাহমুদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও কয়েকজন। তবে সংবাদ সম্মেলনে আলোচিত হয় ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘নবাব’ ছবির সাফল্য আর সম্প্রতি তাকে নিয়ে তৈরি কিছু বিতর্ক।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় রাতে তার উপর হামলা ও পরে থানায় অভিযোগপত্র দায়ের নিয়ে শাকিব খান বলেন, ‘নরমালি আমি হুমকি-ধামকি পেয়ে থাকি। ফিজিক্যালি হ্যাসেল করার চেষ্টা থাকে। মাঝে মাঝে মৃত্যুর হুমকিও চলে আসে। কিন্তু দেখার মতো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখছি না। এগুলো নিয়ে আমি ভাবছি না। আমার বিশ্বাস আইনশৃংঙ্খলা বাহিনী, সরকার আমার পাশে থাকবেন। আমি চাই, সরকার আমার নিরপত্তা দেবেন।’

বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস টু’ নিয়ে বিতর্ক আর ছবি দুটি আটকে দেওয়ার চেষ্টার ব্যাপারে শাকিব বলেন, ‘দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছেন, প্রশংসা করছেন। এটাই তো বড় জবাব। আমার তো আলাদা করে তাদের জবাব দেওয়ার কিছু নেই।’

সংবাদ সম্মেলনের পুরো সময়টাতে শাকিব খান ছিলেন হাসিখুশি, কথা বলেছেন সাবলিল ভাবে। তিনি কিছু নিয়ে ভাবছেন, কিংবা নিজের ভবিষ্যৎ​ নিয়ে তিনি চিন্তিত, তা মনেই হয়নি।

বি.বা/ডেস্ক/ক্যানি

Categories: বিনোদন

Leave A Reply

Your email address will not be published.