শুক্রবার ১৫ চৈত্র, ১৪৩০ ২৯ মার্চ, ২০২৪ শুক্রবার

সবজির বস্তায় মিললো ২শ’ বোতল ফেনসিডিল, আটক ১

বিশেরবাঁশী ডেস্ক: সবজির বস্তায় মিললো ২শ’ বোতল ফেনসিডিল। ওই ফেনসিডিল সহ গাজীপুরে মো. আক্তারুল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। আটক মো. আক্তারুল চাপাইনবাবগঞ্জের শীবগঞ্জ থানার ছোটচর জোয়ানাবাড়ি এলাকার মোজ্জাফর আলীর ছেলে। মঙ্গলবার সকাল ৭টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) উপ পরিদর্শক আশরাফুজ্জামান লস্কর জানান, সকালে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে এসে থামে। পরে যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করা হচ্ছিল। এ সময় আটক আক্তারুলের কাছে টিকিট চাওয়া হলে তিনি টিকিট দেখাতে পারেনি। পরে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি বস্তা দেখতে চাইলে তিনি আপত্তি জানায়।

এতে সন্দেহ হলে বস্তাটি খুলে দেখা হয়। এ সময় ঢেরশ ভর্তি ওই বস্তা থেকে ২শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/মিতু

Categories: অপরাধ ও দুর্নীতি

Leave A Reply

Your email address will not be published.