শুক্রবার ৬ বৈশাখ, ১৪৩১ ১৯ এপ্রিল, ২০২৪ শুক্রবার

পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর করণীয় নির্ধারণ হবে: আইনমন্ত্রী

বিষেরবাঁশী ডেস্ক: আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সামরিক সরকারের আমলে সংবিধানে সংযুক্ত করা হয়। এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট কেন এটাকে সাংঘর্ষিক মনে করছে না, তা বুঝে আসছে না। রায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করব। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আইন মন্ত্রী এ সব কথা বলেন।

আইন মন্ত্রী বলেন, ১৯৭২ সালের আদি সংবিধানে বিচারপতি অপসারণের বিষয়ে যে অনুচ্ছেদ ছিল, আমরা হুবহু সেটাই পুনর্বহাল করেছি। সুপ্রিম কোর্ট এখন এটাকে বাতিল ঘোষণা করেছে। তিনি বলেন, বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশেই উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণে যে পদ্ধতি অনুসরণ করা হয়, তাদের সংবিধান অনুযায়ী আমরাও সেই পদ্ধতি অনুসরণ করেছি। ষোড়শ সংশোধনী বাতিলের ফলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি বলেও মনে করেন আইন মন্ত্রী।

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.